আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৪৬
আন্তর্জাতিক নং: ৩৭৪৬
পরিচ্ছেদ
৩৭৪৬। কুতায়বা (রাহঃ) ......... হিশাম ইবনে উরওয়া (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, জঙ্গে জামাল (উষ্ট্রীর যুদ্ধ) দিন ভোরে যুবায়র (রাযিঃ) তাঁর পুত্র আব্দুল্লাহ (রাযিঃ)-কে উপদেশ দিলেন এবং বললেনঃ আমার এমন কোন অঙ্গ নেই যা রাসূলুল্লাহ (ﷺ) -এর সঙ্গে যুদ্ধে শরীক থেকে আঘাতপ্রাপ্ত হয়নি।

আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ) বলেনঃ এমন কি তাঁর লজ্জাস্থানও আঘাত থেকে রেহাই পায়নি।
باب
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ صَخْرِ بْنِ جُوَيْرِيَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ: أَوْصَى الزُّبَيْرُ، إِلَى ابْنِهِ عَبْدِ اللَّهِ صَبِيحَةَ الجَمَلِ، فَقَالَ: «مَا مِنِّي عُضْوٌ إِلَّا وَقَدْ جُرِحَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى انْتَهَى ذَلِكَ إِلَى فَرْجِهِ». «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ حَمَّادِ بْنِ زَيْدٍ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান