আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৪৫
আন্তর্জাতিক নং: ৩৭৪৫
পরিচ্ছেদ
৩৭৪৫। মাহমুদ ইব্ন গায়লান (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, প্রত্যেক নবীরই হাওয়ারী থাকেন, আমার হাওয়ারী হলেন যুবায়র।
আবু নু'আয়ম (রাহঃ) তাঁর বর্ণনায় আরো বলেছেনঃ আহযাব যুদ্ধের দিন নবী (ﷺ) বলেছিলেনঃ শত্রু বাহিনীর খবর আমাদের কাছে কে নিয়ে আসতে পারবে? যুবায়র (রাযিঃ) বললেনঃ আমি।
নবী (ﷺ) তিনবার এ কথা বললেন আর তিনবারই যুবায়র বললেন, আমি।
আবু নু'আয়ম (রাহঃ) তাঁর বর্ণনায় আরো বলেছেনঃ আহযাব যুদ্ধের দিন নবী (ﷺ) বলেছিলেনঃ শত্রু বাহিনীর খবর আমাদের কাছে কে নিয়ে আসতে পারবে? যুবায়র (রাযিঃ) বললেনঃ আমি।
নবী (ﷺ) তিনবার এ কথা বললেন আর তিনবারই যুবায়র বললেন, আমি।
باب
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الحَفَرِيُّ، وَأَبُو نُعَيْمٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ لِكُلِّ نَبِيٍّ حَوَارِيًّا [ص:647] وَإِنَّ حَوَارِيِّي الزُّبَيْرُ بْنُ العَوَّامِ» وَزَادَ أَبُو نُعَيْمٍ فِيهِ: يَوْمَ الأَحْزَابِ. قَالَ: «مَنْ يَأْتِينَا بِخَبَرِ القَوْمِ» قَالَ الزُّبَيْرُ أَنَا، قَالَهَا ثَلَاثًا. قَالَ الزُّبَيْرُ أَنَا: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
