আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭২৫
আন্তর্জাতিক নং: ৩৭২৫
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ :
৩৭২৫। আব্দুল্লাহ ইবন আবি হিয়াদ (রাহঃ). বারা' (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন নবী (ﷺ) একবার দুটি সেনাদল প্রেরণ করেন। এদের একটির আমীর বানালেন আলী ইবন আবু তালিব (রাযিঃ)-কে আর আরেকটির আমীর বানালেন খালিদ ইবন ওয়ালিদ (রাযিঃ)-কে। তিনি আরো বললেন সশস্ত্র লড়াই হলে তখন আমীর থাকবে আলী। বারা' (রাযিঃ) বলেনঃ আলী (রাযিঃ) একটি কেল্লা জয় করলেন। সেই যুদ্ধ থেকে তিনি একটি দাসী নিয়ে নিলেন। তখন এ বিষয় উল্লেখ করে খালিদ (রাযিঃ) আমার সাথে নবীজী (ﷺ)কে একটা চিঠি লিখে দিলেন।
পরে আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম। তিনি চিঠিটি পড়লেন। তাঁর চেহারার রং পরিবর্তিত হয়ে গেল। পরে বললেনঃ এমন এক ব্যক্তি সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ কর, যিনি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসেন
এবং যাঁকে আল্লাহ ও তাঁর রাসূলও ভালবাসেন।
আমি বললামঃ আল্লাহর গযব ও তাঁর রাসূলের ক্রোধ থেকে আমি আল্লাহর পানাহ চাই। আমি তো একজন দূত মাত্র।
তখন তিনি নীরব হলেন।
পরে আমি নবী (ﷺ)-এর কাছে গেলাম। তিনি চিঠিটি পড়লেন। তাঁর চেহারার রং পরিবর্তিত হয়ে গেল। পরে বললেনঃ এমন এক ব্যক্তি সম্পর্কে তোমরা কি ধারণা পোষণ কর, যিনি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসেন
এবং যাঁকে আল্লাহ ও তাঁর রাসূলও ভালবাসেন।
আমি বললামঃ আল্লাহর গযব ও তাঁর রাসূলের ক্রোধ থেকে আমি আল্লাহর পানাহ চাই। আমি তো একজন দূত মাত্র।
তখন তিনি নীরব হলেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي زِيَادٍ قَالَ: حَدَّثَنَا الأَحْوَصُ بْنُ جَوَّابٍ أَبُو الجَوَّابِ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ البَرَاءِ، قَالَ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشَيْنِ وَأَمَّرَ عَلَى أَحَدِهِمَا عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعَلَى الآخَرِ خَالِدَ بْنَ الوَلِيدِ وَقَالَ: «إِذَا كَانَ القِتَالُ فَعَلِيٌّ» قَالَ: فَافْتَتَحَ عَلِيٌّ حِصْنًا فَأَخَذَ مِنْهُ جَارِيَةً، فَكَتَبَ مَعِي خَالِدٌ كِتَابًا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشِي بِهِ. قَالَ: فَقَدِمْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَرَأَ الكِتَابَ، فَتَغَيَّرَ لَوْنُهُ، ثُمَّ قَالَ: «مَا تَرَى فِي رَجُلٍ يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَيُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ»؟ قَالَ: قُلْتُ: أَعُوذُ بِاللَّهِ مِنْ غَضَبِ اللَّهِ وَمِنْ غَضَبِ رَسُولِهِ، وَإِنَّمَا أَنَا رَسُولٌ، فَسَكَتَ: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ