আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭১৮
আন্তর্জাতিক নং: ৩৭১৮
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ :
৩৭১৮। ইসমাঈল ইব্ন মুসা ফাযারী ইব্ন বিনতুস সুদ্দী (রাহঃ)... বুরায়দা তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তা'আলা চার ব্যক্তিকে ভালবাসতে আমাকে নির্দেশ দিয়েছেন। তিনি আমাকে আরো জানিয়েছেন যে, তিনিও তাদের ভালবাসেন। বলা হলঃ ইয়া রাসূলাল্লাহ্! আমাদেরকে তাদের নাম বলে দিন।
তিনি বললেনঃ এঁদের একজন হল আলী। এই কথাই তিনি তিনবার বললেন। (আর তিনজন হল) আবু যারর, মিকদাদ ও সালমান (রাযিঃ)। বুরায়দা (রাযিঃ) বলেনঃ তাঁদের ভালবাসতে নবী (ﷺ) আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমাদের জানিয়েছেন যে, তিনিও তাদের ভালবাসেন।
তিনি বললেনঃ এঁদের একজন হল আলী। এই কথাই তিনি তিনবার বললেন। (আর তিনজন হল) আবু যারর, মিকদাদ ও সালমান (রাযিঃ)। বুরায়দা (রাযিঃ) বলেনঃ তাঁদের ভালবাসতে নবী (ﷺ) আমাদের নির্দেশ দিয়েছেন এবং আমাদের জানিয়েছেন যে, তিনিও তাদের ভালবাসেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الفَزَارِيُّ ابْنُ بِنْتِ السُّدِّيِّ قَالَ: حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ أَبِي رَبِيعَةَ، عَنْ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ أَمَرَنِي بِحُبِّ أَرْبَعَةٍ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ». قِيلَ: يَا رَسُولَ اللَّهِ سَمِّهِمْ لَنَا، قَالَ: «عَلِيٌّ مِنْهُمْ»، يَقُولُ ذَلِكَ ثَلَاثًا «وَأَبُو ذَرٍّ، وَالمِقْدَادُ، وَسَلْمَانُ أَمَرَنِي بِحُبِّهِمْ، وَأَخْبَرَنِي أَنَّهُ يُحِبُّهُمْ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ شَرِيكٍ
বর্ণনাকারী: