আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭০৪
আন্তর্জাতিক নং: ৩৭০৪
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
উছমান ইবন আফ্ফান (রাযিঃ)-এর মর্যাদা
৩৭০৪। মুহাম্মাদ ইব্ন বাশ্শার (রাহঃ)... আবুল আশআছ সানআনী (রাহঃ) থেকে বর্ণিত যে, সিরিয়াতে কতিপয় খতীব ভাষণ দিতে দাঁড়ালেন। তাদের মাঝে নবী (ﷺ) -এর কিছুসংখ্যক সাহাবীও ছিলেন। তাঁদের সবার শেষে যিনি দাঁড়ালেন, তিনি হলেন মুররা ইব্ন কা'ব (রাযিঃ)। তিনি বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) -এর নিকট থেকে যদি এই হাদীসটি না শুনতাম তবে আমি এখানে দাঁড়াতাম না। নবী (ﷺ) একদিন ফিতনার আলোচনা করলেন এবং তা নিকটবর্তী বলে উল্লেখ করলেন। এমন সময় এক ব্যক্তি কাপড়ে মাথা ঢেকে সেখান দিয়ে যাচ্ছিলেন। নবী (ﷺ) বললেনঃ এ ব্যক্তিটি সেদিন হেদায়তের উপর থাকবে।
মুররা ইব্ন কা'ব (রাযিঃ) বলেন : আমি উঠে লোকটির কাছে গেলাম। দেখলাম তিনি হচ্ছেন উছমান ইব্ন আফফান। আমি তাঁর চেহারা নবী (ﷺ) -এর দিকে ফিরিয়ে অগ্রসর হলাম এবং বললাম : ইনিই কি সেই ব্যক্তি?
এ বিষয়ে ইবন উমার, আব্দুল্লাহ ইব্ন হাওয়ালা এবং কা'ব ইব্ন উজরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত
নবী (ﷺ) বললেন : হ্যাঁ, ইনিই।
মুররা ইব্ন কা'ব (রাযিঃ) বলেন : আমি উঠে লোকটির কাছে গেলাম। দেখলাম তিনি হচ্ছেন উছমান ইব্ন আফফান। আমি তাঁর চেহারা নবী (ﷺ) -এর দিকে ফিরিয়ে অগ্রসর হলাম এবং বললাম : ইনিই কি সেই ব্যক্তি?
এ বিষয়ে ইবন উমার, আব্দুল্লাহ ইব্ন হাওয়ালা এবং কা'ব ইব্ন উজরা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত
নবী (ﷺ) বললেন : হ্যাঁ, ইনিই।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مناقب عثمان بن عفان رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الأَشْعَثِ الصَّنْعَانِيِّ، أَنَّ خُطَبَاءَ قَامَتْ بِالشَّامِ وَفِيهِمْ رِجَالٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَامَ آخِرُهُمْ رَجُلٌ يُقَالُ لَهُ: مُرَّةُ بْنُ كَعْبٍ، فَقَالَ: لَوْلَا حَدِيثٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قُمْتُ وَذَكَرَ الفِتَنَ فَقَرَّبَهَا، فَمَرَّ رَجُلٌ مُقَنَّعٌ فِي ثَوْبٍ فَقَالَ: «هَذَا يَوْمَئِذٍ عَلَى الهُدَى»، فَقُمْتُ إِلَيْهِ فَإِذَا هُوَ عُثْمَانُ بْنُ عَفَّانَ. قَالَ: فَأَقْبَلْتُ عَلَيْهِ بِوَجْهِهِ، فَقُلْتُ: هَذَا؟ قَالَ: «نَعَمْ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَفِي البَابِ عَنْ ابْنِ عُمَرَ، وَعَبْدِ اللَّهِ بْنِ حَوَالَةَ، وَكَعْبِ بْنِ عُجْرَةَ