আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬৯৫
আন্তর্জাতিক নং: ৩৬৯৫
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর মর্যাদা
৩৬৯৫। মাহমুদ ইব্ন গায়লান (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেছেনঃ এক ব্যক্তি তার ছাগলের পাল চরাচ্ছিল। এমন সময় একটি নেকড়ে বাঘ হামলা চালিয়ে একটি বকরী নিয়ে গেল। তখন বকরীর মালিক এসে নেকড়ের মুখ থেকে তা ছিনিয়ে আনল। নেকড়েটি বললঃ “হিংস্র পশু দিবসে' (কিয়ামতের সময়) কি করবে তুমি? সে দিন তো আমি ছাড়া এর কোন রাখাল থাকবে না।
রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এই বিষয়টি (পশুর কথা বলা) আমি, আবু বাকর ও উমার বিশ্বাস করি। আবু সালামা (রাহঃ) বলেনঃ সেই দিন উপস্থিত লোকদের মাঝে তাঁরা দুইজন ছিলেন না। মুহাম্মাদ ইব্ন বাশ্শার (রাহঃ)-সা'দ (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সাহীহ।
রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ এই বিষয়টি (পশুর কথা বলা) আমি, আবু বাকর ও উমার বিশ্বাস করি। আবু সালামা (রাহঃ) বলেনঃ সেই দিন উপস্থিত লোকদের মাঝে তাঁরা দুইজন ছিলেন না। মুহাম্মাদ ইব্ন বাশ্শার (রাহঃ)-সা'দ (রাহঃ) থেকেও অনুরূপ বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সাহীহ।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب في مناقب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: " بَيْنَمَا رَجُلٌ يَرْعَى غَنَمًا لَهُ إِذْ جَاءَ ذِئْبٌ فَأَخَذَ شَاةً فَجَاءَ صَاحِبُهَا فَانْتَزَعَهَا مِنْهُ، فَقَالَ الذِّئْبُ: كَيْفَ تَصْنَعُ بِهَا يَوْمَ السَّبُعِ يَوْمَ لَا رَاعِيَ لَهَا غَيْرِي؟ " قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَآمَنْتُ بِذَلِكَ أَنَا وَأَبُو بَكْرٍ وَعُمَرُ» قَالَ أَبُو سَلَمَةَ: وَمَا هُمَا فِي القَوْمِ يَوْمَئِذٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، نَحْوَهُ. هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ