আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৬৯৪
আন্তর্জাতিক নং: ৩৬৯৪
পরিচ্ছেদঃ উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর মর্যাদা
৩৬৯৪। মুহাম্মাদ ইবন হুমায়দ রাযী (রাহঃ)... আব্দুল্লাহ্ ইবন মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ তোমাদের কাছে এখন একজন জান্নাতী আবির্ভূত হচ্ছেন। এমন সময় আবু বাকর (রাযিঃ) এসে উপস্থিত হলেন।

এরপর নবী (ﷺ) বললেন : এখন তোমাদের কাছে একজন জান্নাতীর উদয় ঘটবে। এমন সময় উমার (রাযিঃ) এসে উপস্থিত হলেন।

এই বিষয়ে আবু মুসা এবং জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ইবন মাসউদ (রাযিঃ)-এর রিওয়ায়াত হিসাবে এই হাদীসটি গারীব।
باب في مناقب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حُمَيْدٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ القُدُّوسِ قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلَمَةَ، عَنْ عَبِيدَةَ السَّلْمَانِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «يَطَّلِعُ عَلَيْكُمْ [ص:623] رَجُلٌ مِنْ أَهْلِ الجَنَّةِ» فَاطَّلَعَ أَبُو بَكْرٍ، ثُمَّ قَالَ: «يَطَّلِعُ عَلَيْكُمْ رَجُلٌ مِنْ أَهْلِ الجَنَّةِ» فَاطَّلَعَ عُمَرُ وَفِي البَابِ عَنْ أَبِي مُوسَى، وَجَابِرٍ: " هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ
জামে' তিরমিযী - হাদীস নং ৩৬৯৪ | মুসলিম বাংলা