আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৬৯১
আন্তর্জাতিক নং: ৩৬৯১
পরিচ্ছেদঃ উমার ইবন খাত্তাব (রাযিঃ)-এর মর্যাদা
৩৬৯১। হাসান ইবন সাব্বাহ বাযযার (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) উপবিষ্ট ছিলেন। তখন আমরা বাচ্চাদের চিৎকার ও শোরগোল শুনতে পেলাম। রাসূলুল্লাহ (ﷺ) উঠে দাঁড়ালেন। দেখলেন, একটি হাবশী মেয়ে অঙ্গভঙ্গি করছে আর শিশুরা তাকে ঘিরে আছে। তখন নবী (ﷺ) বললেনঃ হে আয়িশা! এসো, দেখ।

আমি এলাম এবং রাসূলুল্লাহ (ﷺ) -এর কাঁধে আমার থুৎনী রেখে তাঁর কাধ ও মাথার ফাঁক দিয়ে ঐ দৃশ্য দেখতে লাগলাম। কিছু পরে তিনি আমাকে বললেনঃ তৃপ্ত হয়েছ তো? তোমার আশ মেটেছে তো?

আয়িশা (রাযিঃ) বলেন: আমি বলতে লাগলাম না, না। তাঁর কাছে আমার কি স্থান তা দেখাই ছিল আমার উদ্দেশ্য।

এমন সময় আচমকা উমার (রাযিঃ) এসে সেখানে উদয় হলেন। আয়িশা (রাযিঃ) বলেন : সঙ্গে সঙ্গে লোকেরা সব ছুটাছুটি করে সেখান থেকে বিক্ষিপ্ত হয়ে গেল। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেন : আমি দেখলাম, জিন্ন ও মানুষ শয়তান সবাই উমারকে দেখে ভেগে গেল। আয়িশা (রাযিঃ) বলেন : এরপর আমি ফিরে এলাম।
باب في مناقب أبي حفص عمر بن الخطاب رضي الله عنه
حَدَّثَنَا الحَسَنُ بْنُ الصَّبَّاحِ البَزَّارُ قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، عَنْ خَارِجَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سُلَيْمَانَ بْنِ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ: أَخْبَرَنَا يَزِيدُ بْنُ رُومَانَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَالِسًا فَسَمِعْنَا لَغَطًا وَصَوْتَ صِبْيَانٍ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا حَبَشِيَّةٌ تَزْفِنُ وَالصِّبْيَانُ حَوْلَهَا، فَقَالَ: «يَا عَائِشَةُ تَعَالَيْ فَانْظُرِي». فَجِئْتُ فَوَضَعْتُ لَحْيَيَّ عَلَى مَنْكِبِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلْتُ أَنْظُرُ إِلَيْهَا مَا بَيْنَ المَنْكِبِ إِلَى رَأْسِهِ، فَقَالَ لِي: «أَمَا شَبِعْتِ، أَمَا شَبِعْتِ». قَالَتْ: فَجَعَلْتُ أَقُولُ لَا لِأَنْظُرَ مَنْزِلَتِي عِنْدَهُ إِذْ طَلَعَ عُمَرُ، قَالَتْ: فَارْفَضَّ النَّاسُ [ص:622] عَنْهَا: قَالَتْ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي لَأَنْظُرُ إِلَى شَيَاطِينِ الإِنْسِ وَالجِنِّ قَدْ فَرُّوا مِنْ عُمَرَ» قَالَتْ: فَرَجَعْتُ.: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ»
জামে' তিরমিযী - হাদীস নং ৩৬৯১ | মুসলিম বাংলা