আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬২৫
আন্তর্জাতিক নং: ৩৬২৫
পরিচ্ছেদ : নবুওয়াতের আলামতসমূহ এবং যে সব ব্যাপারে আল্লাহ্ তা'আলা তাঁকে বিশেষত্ব দান করেছেন
৩৬২৫। মুহাম্মাদ ইবন বাশ্শার (রাহঃ)... সামুরা ইবন জুন্দুব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন : আমরা নবী -এর সঙ্গে ছিলাম। আমরা একটি পেয়ালা থেকে ভোর হতে রাত পর্যন্ত পালাক্রমে আহার করেছি। দশজন উঠে যেত পরে অন্য দশজন এসে তাতে বসত। আমরা বললামঃ কোত্থেকে এর খাদ্য বর্ধিত হত? তিনি বললেনঃ কিসের উপর তোমরা বিস্ময় প্রকাশ করছ?
তিনি আকাশের দিকে ইশারা করে বললেন : ঐখান থেকেই তো তা বর্ধিত হত।
তিনি আকাশের দিকে ইশারা করে বললেন : ঐখান থেকেই তো তা বর্ধিত হত।
باب في آيات نبوة النبي صلى الله عليه وسلم وما قد خصه الله عز وجل به
3625 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي العَلَاءِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ: " كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَتَدَاوَلُ فِي قَصْعَةٍ مِنْ غُدْوَةٍ حَتَّى اللَّيْلِ يَقُومُ عَشَرَةٌ وَيَقْعُدُ عَشَرَةٌ، قُلْنَا: فَمَا كَانَتْ تُمَدُّ "؟ قَالَ: «مِنْ أَيِّ شَيْءٍ تَعْجَبُ مَا كَانَتْ تُمَدُّ إِلَّا مِنْ هَاهُنَا وَأَشَارَ بِيَدِهِ إِلَى السَّمَاءِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَأَبُو العَلَاءِ اسْمُهُ: يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ
