আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৬২৪
আন্তর্জাতিক নং: ৩৬২৪
পরিচ্ছেদ : নবুওয়াতের আলামতসমূহ এবং যে সব ব্যাপারে আল্লাহ্ তা'আলা তাঁকে বিশেষত্ব দান করেছেন
৩৬২৪. মুহাম্মাদ ইবন বাশ্শার ও মাহমুদ ইবন গায়লান (রাহঃ).... জাবির ইবন সামূরা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ মক্কায় একটি পাথর আছে। আমার নবুওয়াত প্রাপ্তিকালে সেটি আমাকে সালাম করত। এখনও আমি সেটিকে চিনি।
بَابٌ فِي آيَاتِ نُبُوَّةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا قَدْ خَصَّهُ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِ
3624 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَا: أَخْبَرَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ مُعَاذٍ الضَّبِّيُّ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بِمَكَّةَ حَجَرًا كَانَ يُسَلِّمُ عَلَيَّ لَيَالِيَ بُعِثْتُ، إِنِّي لَأَعْرِفُهُ الآنَ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
