আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৭. নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির

হাদীস নং: ৩৪০৪
আন্তর্জাতিক নং: ৩৪০৪
নবীজী ﷺ থেকে বর্ণিত যাবতীয় দোয়া-জিকির
এ বিষয়ে আরেকটি পরিচ্ছেদ
৩৪০৪. হিশাম ইবনে ইউনুস আল-কূফী (রাহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) তানযিল আস-সাজাদা ও তাবারাক সূরাদ্বয় পাঠ না করে ঘুমাতেন না।

ছাওরি প্রমুখ (রাহঃ) এ হাদীসটি লাঈস আবু যুবাইর-জাবির (রাযিঃ) নবী (ﷺ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।

যুহাইর (রাহঃ) আবুয যুবাইর (রাহঃ) থেকে এ হাদীসটি বর্ণনা করেছেন। আমি আবুয যুবাইর (রাহঃ)-কে জিজ্ঞাসা করেছিলাম আপনি কি সরাসরি জাবির (রাযিঃ) থেকে হাদীসটি শুনেছেন? তিনি বললেন আমি সরাসরি জাবির (রাযিঃ) থেকে এটি শুনি নাই। আমি সাফওয়ান কিংবা ইবনুস সাফওয়ান (রাহঃ) থেকে শুনেছি।

শাবাবা (রাহঃ) এটিকে মুগীরা ইবনে মুসলিম-আবুয যুবাইর-জাবির (রাযিঃ) থেকে লায়ছ (রাহঃ) এর অনুরূপ বর্ণনা করেছেন।
أبواب الدعوات عن رسول الله صلى الله عليه وسلم
باب مِنْهُ
حَدَّثَنَا هِشَامُ بْنُ يُونُسَ الْكُوفِيُّ، حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، عَنْ لَيْثٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، رضى الله عنه قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَنَامُ حَتَّى يَقْرَأَ بِتَنْزِيلَ السَّجْدَةِ وَبِتَبَارَكَ . قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى سُفْيَانُ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ لَيْثٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ . وَرَوَى زُهَيْرٌ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الزُّبَيْرِ قَالَ قُلْتُ لَهُ سَمِعْتَهُ مِنْ جَابِرٍ قَالَ لَمْ أَسْمَعْهُ مِنْ جَابِرٍ إِنَّمَا سَمِعْتُهُ مِنْ صَفْوَانَ أَوِ ابْنِ صَفْوَانَ . وَرَوَى شَبَابَةُ عَنْ مُغِيرَةَ بْنِ مُسْلِمٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ نَحْوَ حَدِيثِ لَيْثٍ .
জামে' তিরমিযী - হাদীস নং ৩৪০৪ | মুসলিম বাংলা