আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৬. কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৩২৭৪
আন্তর্জাতিক নং: ৩২৭৪
কুরআনের তাফসীর অধ্যায়
সূরা আয-যারিয়াত
৩২৭৪. আব্দ ইবনে হুমায়দ (রাহঃ) ..... হারিছ ইবনে ইয়াযীদ বকরী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মদীনায় এসে মসজিদে নববীতে গেলাম। দেখলাম মসজিদটি লোকে পরিপূর্ণ। কাল রং্গের বহু পতাকা পত পত করছে। বিলাল (রাযিঃ)-কেও রাসূলুল্লাহ্ (ﷺ) এর সামনে তরবারি সজ্জিত দেখতে পেলাম। আমি বললামঃ লোকদের কি বিষয়? লোকেরা বললঃ নবীজী আমর ইবনে আসকে এক অভিযানে প্রেরণের ইচ্ছা করেছেন। এরপর রাবী সুফিয়ান ইবনে উয়াইনা (রাহঃ) বর্ণিত হাদীসের মর্মে (৩২৭৩ নং) পূর্ণ হাদীটির উল্লেখ করেন।
(আবু ঈসা বলেন)হারিছ ইবনে ইয়াযীদ (রাযিঃ) হারিছ ইবনে হাসসান নামেও কথিত আছেন।
(আবু ঈসা বলেন)হারিছ ইবনে ইয়াযীদ (রাযিঃ) হারিছ ইবনে হাসসান নামেও কথিত আছেন।
أبواب تفسير القرآن عن رسول الله صلى الله عليه وسلم
بَابٌ: وَمِنْ سُورَةِ الذَّارِيَاتِ
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، حَدَّثَنَا سَلاَّمُ بْنُ سُلَيْمَانَ النَّحْوِيُّ أَبُو الْمُنْذِرِ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ أَبِي النَّجُودِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنِ الْحَارِثِ بْنِ يَزِيدَ الْبَكْرِيِّ، قَالَ قَدِمْتُ الْمَدِينَةَ فَدَخَلْتُ الْمَسْجِدَ فَإِذَا هُوَ غَاصٌّ بِالنَّاسِ وَإِذَا رَايَاتٌ سُودٌ تَخْفُقُ وَإِذَا بِلاَلٌ مُتَقَلِّدٌ السَّيْفَ بَيْنَ يَدَىْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ مَا شَأْنُ النَّاسِ قَالُوا يُرِيدُ أَنْ يَبْعَثَ عَمْرَو بْنَ الْعَاصِ وَجْهًا فَذَكَرَ الْحَدِيثَ بِطُولِهِ نَحْوًا مِنْ حَدِيثِ سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ بِمَعْنَاهُ . قَالَ وَيُقَالُ لَهُ الْحَارِثُ بْنُ حَسَّانَ أَيْضًا .
বর্ণনাকারী: