আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৬. কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং: ৩১১৮
আন্তর্জাতিক নং: ৩১১৮
সূরা রা’দ
৩১১৮. মাহমুদ ইবনে খিদাশ বাগদাদী (রাহঃ) ..... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে আল্লাহর বাণীঃ (وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَى بَعْضٍ فِي الأُكُلِ) এবং ফল হিসাবে ওদের কতককে কতকের উপর আমি শ্রেষ্ঠত্ব দিয়ে থাকি (১৩ : ৪)। এ প্রসঙ্গে বর্ণিত তিনি বলেন, এ হল রাদ্দী, ফারসী (এক প্রকার খেজুর), মিষ্টি আর টক।
এ হাদীসটি হাসান-গারীব। যায়দ ইবনে আবু উনায়সা (রাহঃ) এটি আ’মাশ (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। সায়ফ ইবনে মুহাম্মাদ (রাহঃ) হলেন আম্মার ইবনে মুহাম্মাদের ভাই। আম্মার (রাহঃ) তার চাইতে অধিক নির্ভরযোগ্য। ইনি হলেন সুফিয়ান ছাওরীর ভাগণে।
এ হাদীসটি হাসান-গারীব। যায়দ ইবনে আবু উনায়সা (রাহঃ) এটি আ’মাশ (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। সায়ফ ইবনে মুহাম্মাদ (রাহঃ) হলেন আম্মার ইবনে মুহাম্মাদের ভাই। আম্মার (রাহঃ) তার চাইতে অধিক নির্ভরযোগ্য। ইনি হলেন সুফিয়ান ছাওরীর ভাগণে।
بَابٌ: وَمِنْ سُورَةِ الرَّعْدِ
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خِدَاشٍ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا سَيْفُ بْنُ مُحَمَّدٍ الثَّوْرِيُّ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي قَوْلِهِ : ( وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَى بَعْضٍ فِي الأُكُلِ ) قَالَ " الدَّقَلُ وَالْفَارِسِيُّ وَالْحُلْوُ وَالْحَامِضُ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَقَدْ رَوَاهُ زَيْدُ بْنُ أَبِي أُنَيْسَةَ عَنِ الأَعْمَشِ نَحْوَ هَذَا . وَسَيْفُ بْنُ مُحَمَّدٍ هُوَ أَخُو عَمَّارِ بْنِ مُحَمَّدٍ وَعَمَّارٌ أَثْبَتُ مِنْهُ وَهُوَ ابْنُ أُخْتِ سُفْيَانَ الثَّوْرِيِّ .
