আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৮- নবীগণের আঃ আলোচনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৪৫৮
২০৪৭. বনী ইসরাইলের ঘটনাবলীর বিবরণ
৩২১২। মুহাম্মাদ ইবনে ইউসুফ (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি কোমরে হাত রাখাতে অপছন্দ করতেন। আর বলতেন, ইয়াহুদীরা এরূপ করে। শু‘বা (রাহঃ) আমাশ (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় সুফিয়ান (রাহঃ)-এর অনুসরণ করেছেন।
