আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৩৩. ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ

হাদীস নং: ২১৮৫
আন্তর্জাতিক নং: ২১৮৫
ফিতনাসমূহ ও কিয়ামতের বিবরণ
ভূমি ধ্বস।
২১৮৮. আবু কুরায়ব (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এ উম্মতের শেষ যুগে ভূমি ধ্বস, চেহারা বিকৃতি ও পাথর বর্ষনের আযাব হবে।

আয়িশা (রাযিঃ) বললেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ, আমাদের মাঝে সালিহীন ও সৎ লোক বিদ্যমান থাকা সত্ত্বেও কি আমাদের ধ্বংস করা হবে? তিনি বললেনঃ হ্যাঁ, যখন অন্যায়ের প্রাবল্য ঘটবে।
أبواب الفتن عن رسول الله صلى الله عليه وسلم
باب ما جاء في الخسف
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا صَيْفِيُّ بْنُ رِبْعِيٍّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَكُونُ فِي آخِرِ هَذِهِ الأُمَّةِ خَسْفٌ وَمَسْخٌ وَقَذْفٌ " . قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَنَهْلِكُ وَفِينَا الصَّالِحُونَ قَالَ " نَعَمْ إِذَا ظَهَرَ الْخَبَثُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ عَائِشَةَ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ . وَعَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ تَكَلَّمَ فِيهِ يَحْيَى بْنُ سَعِيدٍ مِنْ قِبَلِ حِفْظِهِ .

হাদীসের ব্যাখ্যা:

পাপাচার ব্যাপক হওয়ার পরিণাম

নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম থেকে এ ভীতিকর ভবিষ্যদ্বাণী শুনে উম্মুল মুমিনীন জিজ্ঞেস করলেন, আমাদের মধ্যে নেককার লোকজন থাকা সত্ত্বেও আমাদের ধ্বংস করে দেওয়া হবে? তিনি বললেন, হাঁ, যখন পাপাচারের ব্যাপক বিস্তার ঘটবে।

ইমাম ইবনুল আরাবী রহ. বলেন, এর দ্বারা বোঝানো হচ্ছে নিকৃষ্ট লোকদের ধ্বংস করার সাথে নেককারদেরকেও ধ্বংস করে দেওয়া হবে, যদি না তারা তাদের নিকৃষ্ট কাজে বাধা প্রদান করে। এমনকি তারা যদি বাধা প্রদান করেও, কিন্তু তা পর্যাপ্ত পরিমাণে না হয়, ফলে পাপাচারীরা পাপকার্য করেই যেতে থাকে আর সেসব পাপকার্য চারদিকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে মানুষ তাতে লিপ্ত হয়ে যায়, তখনও ভালোমন্দ সব মানুষকেই ধ্বংস করে দেওয়া হবে। তারপর হাশরের ময়দানে প্রত্যেককে আপন আপন নিয়ত অনুযায়ী উঠানো হবে।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ একটি অবশ্যপালনীয় দায়িত্ব। এ দায়িত্ব পালন না করা হলে সর্বগ্রাসী আযাব এসে যায়, যা থেকে পাপী ও নেককার কেউ নিস্তার পায় না।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)