আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব

হাদীস নং: ১৮৮০
আন্তর্জাতিক নং: ১৮৮০
দাঁড়িয়ে কিছু পান করা নিষেধ।
১৮৮৬। আবুস সাইব সালাম ইবনে জুনাদা কুফী (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমরা চলতে চলতে খেয়েছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়েও পান করেছি।

এ হাদীসটি হাসান-সহীহ। উবাইদুল্লাহ ইবনে উমর-নাফি‘-ইবনে উমর (রাযিঃ)-এর সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে গারীব। ইমরান ইবনে জারীর এ হাদীসটিকে আবুল ইউযারী-ইবনে উমর (রাযিঃ) সূত্রে বর্ণনা করেছেন। আবুল ইউযারী (রাহঃ)-এর নাম হল ইয়াযীদ ইবনে উতারিদ।
باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنِ الشُّرْبِ، قَائِمًا
حَدَّثَنَا أَبُو السَّائِبِ، سَلْمُ بْنُ جُنَادَةَ الْكُوفِيُّ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كُنَّا نَأْكُلُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَنَحْنُ نَمْشِي وَنَشْرَبُ وَنَحْنُ قِيَامٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ . وَرَوَى عِمْرَانُ بْنُ حُدَيْرٍ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الْبَزَرِيِّ عَنِ ابْنِ عُمَرَ . وَأَبُو الْبُزَرِيُّ اسْمُهُ يَزِيدُ بْنُ عُطَارِدٍ .

হাদীসের ব্যাখ্যা:

হযরত আব্দুল্লাহ ইবন উমর রাযি. বর্ণিত হাদীছে যে হাঁটা অবস্থায় খাওয়ার উল্লেখ আছে, তা দ্বারা মূলত জায়েয বোঝানো উদ্দেশ্য। যদিও তা মাকরূহ, যেমনটা অন্যান্য হাদীছ দ্বারা বোঝা যায়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

হাঁটা অবস্থায় খাওয়া, পান করা যেতে পারে, যদিও সুন্নত হল বসে খাওয়া, পান করা।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ১৮৮০ | মুসলিম বাংলা