আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৬. বিভিন্ন পানীয়ের বিধান ও পান করার আদব
হাদীস নং: ১৮৮১
আন্তর্জাতিক নং: ১৮৮১
দাঁড়িয়ে কিছু পান করা নিষেধ।
১৮৮৭। হুমায়দ ইবনে মাসআদা (রাহঃ) ......... জারূদ ইবনুল মুআল্লা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, নবী (ﷺ) দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন।
এ বিষ আবু সাঈদ, আবু হুরায়রা ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
উক্ত হাদীসটি হাসান-গারীব। একাধিক রাবী এ হাদীসটিকে সাঈদ-কাতাদা-আবু মুসলিম-জারূদ নবী (ﷺ) সূত্রে সদৃশ বর্ণনা করেছেন। কাতাদা-ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখখীর-আবু মুসলিম-জারূদ (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন, কোন মুসলিমের হারানো বস্ত জাহান্নামের দহনের কারণ বলে বিবেচ্য।
জারূদ ইবনুল মুআল্লা (রাযিঃ) ইবনুল ’আলা বলে কথিত। কিন্তু সহীহ হল ইবনুল মুআল্লা।
এ বিষ আবু সাঈদ, আবু হুরায়রা ও আনাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
উক্ত হাদীসটি হাসান-গারীব। একাধিক রাবী এ হাদীসটিকে সাঈদ-কাতাদা-আবু মুসলিম-জারূদ নবী (ﷺ) সূত্রে সদৃশ বর্ণনা করেছেন। কাতাদা-ইয়াযীদ ইবনে আব্দুল্লাহ ইবনে শিখখীর-আবু মুসলিম-জারূদ (রাযিঃ) সূত্রে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন, কোন মুসলিমের হারানো বস্ত জাহান্নামের দহনের কারণ বলে বিবেচ্য।
জারূদ ইবনুল মুআল্লা (রাযিঃ) ইবনুল ’আলা বলে কথিত। কিন্তু সহীহ হল ইবনুল মুআল্লা।
باب مَا جَاءَ فِي النَّهْىِ عَنِ الشُّرْبِ، قَائِمًا
حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي مُسْلِمٍ الْجَذْمِيِّ، عَنِ الْجَارُودِ بْنِ الْمُعَلَّى، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ الشُّرْبِ قَائِمًا . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَأَبِي هُرَيْرَةَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ . وَهَكَذَا رَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ سَعِيدٍ عَنْ قَتَادَةَ عَنْ أَبِي مُسْلِمٍ عَنِ الْجَارُودِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم . وَرُوِيَ عَنْ قَتَادَةَ عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ أَبِي مُسْلِمٍ عَنِ الْجَارُودِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " ضَالَّةُ الْمُسْلِمِ حَرْقُ النَّارِ " . وَالْجَارُودُ هُوَ ابْنُ الْمُعَلَّى الْعَبْدِيُّ صَاحِبُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيُقَالُ الْجَارُودُ بْنُ الْعَلاَءِ أَيْضًا وَالصَّحِيحُ ابْنُ الْمُعَلَّى .


বর্ণনাকারী: