আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৮৩০
আন্তর্জাতিক নং: ১৮৩০
খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
হেলান দিয়ে আহার করা মাকরূহ।
১৮৩৭। কুতায়বা (রাহঃ) ......... আবু জুহায়ফা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আর আমি তো হেলান দিয়ে খাই না। ইবনে মাজাহ ৩২৬২, বুখারী
এই বিষয়ে আলী, আব্দুল্লাহ ইবনে আমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। আলী ইবনে আকমার (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। যাকারিয়া ইবনে আবী যাইদা, সুফিয়ান ছাওরী ও ইবনে সাঈদ প্রমুখ (রাহঃ) এই হাদীসটি আলী ইবনে আকমার (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। শু‘বা (রাহঃ) সুফিয়ান ছাওরী (রাহঃ) সূত্রে এই হাদীসটি আলী ইবনে আকমার (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।
এই বিষয়ে আলী, আব্দুল্লাহ ইবনে আমর ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। আলী ইবনে আকমার (রাহঃ) এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা অবহিত নই। যাকারিয়া ইবনে আবী যাইদা, সুফিয়ান ছাওরী ও ইবনে সাঈদ প্রমুখ (রাহঃ) এই হাদীসটি আলী ইবনে আকমার (রাহঃ) থেকে বর্ণনা করেছেন। শু‘বা (রাহঃ) সুফিয়ান ছাওরী (রাহঃ) সূত্রে এই হাদীসটি আলী ইবনে আকমার (রাহঃ) থেকে রিওয়ায়াত করেছেন।
أبواب الأطعمة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ الأَكْلِ مُتَّكِئًا
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، عَنْ أَبِي جُحَيْفَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا أَنَا فَلاَ آكُلُ مُتَّكِئًا " . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ عَلِيِّ بْنِ الأَقْمَرِ . وَرَوَى زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ هَذَا الْحَدِيثَ وَرَوَى شُعْبَةُ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ هَذَا الْحَدِيثَ عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ .
হাদীসের ব্যাখ্যা:
খাত্তাবী রহ. বলেন, এখানে হেলান দেওয়া অর্থ নিচে কোনওকিছু রেখে তার উপর ঠেস দিয়ে বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন তিনি কোলবালিশ বা অন্য কোনও হেলানের বস্তুতে বসেন না, যেমনটা বেশি খেতে ইচ্ছুক ব্যক্তি করে থাকে। বরং তিনি সোজা হয়ে বসেন; কোনওকিছুতে হেলান দিয়ে আরামে নয়। তিনি ক্ষুধা মেটা পরিমাণ খান। কেউ কেউ বলেন, এখানে হেলান দেওয়া বলতে একপাশে ঝুঁকে বসা বোঝানো হয়েছে।
হেলান দিয়ে খাওয়ার দ্বারা অহমিকা প্রকাশ পায়। খাদ্য আল্লাহ তা'আলার নি'আমত। তাই তা বিনয়ের সঙ্গে গ্রহণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিষয়েই আমাদের আদর্শ। তিনি যখন বলেছেন আমি হেলান দিয়ে খাই না, তখন আমাদেরও তাঁর অনুসরণে হেলান দিয়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
হেলান দিয়ে না খাওয়া খানা খাওয়ার একটি গুরুত্বপূর্ণ আদব। আমাদেরকে এভাবে খাওয়া হতে বিরত থাকতে হবে।
হেলান দিয়ে খাওয়ার দ্বারা অহমিকা প্রকাশ পায়। খাদ্য আল্লাহ তা'আলার নি'আমত। তাই তা বিনয়ের সঙ্গে গ্রহণ করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল বিষয়েই আমাদের আদর্শ। তিনি যখন বলেছেন আমি হেলান দিয়ে খাই না, তখন আমাদেরও তাঁর অনুসরণে হেলান দিয়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
হেলান দিয়ে না খাওয়া খানা খাওয়ার একটি গুরুত্বপূর্ণ আদব। আমাদেরকে এভাবে খাওয়া হতে বিরত থাকতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
বর্ণনাকারী: