আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৮২৯
আন্তর্জাতিক নং: ১৮২৯
ভুনা গোশত আহার করা।
১৮৩৬। হাসান ইবনে মুহাম্মাদ যা‘ফরানী (রাহঃ) ......... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একবার রাসূলুল্লাহ (ﷺ)-এর সামনে বকরীর পার্শ্বদেশের ভুনা গোশত পেশ করেন। তিনি তা থেকে কিছু আহার করেন। এরপর নামাযের জন্য দাঁড়িয়ে গেলেন কিন্তু (নুতন) ওযূ করলেন না।
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে হারিছ, মুগীরা, রাফি (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।
এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে হারিছ, মুগীরা, রাফি (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সহীহ। এই সূত্রে গারীব।
باب مَا جَاءَ فِي أَكْلِ الشِّوَاءِ
حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدٍ الزَّعْفَرَانِيُّ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ يُوسُفَ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، أَخْبَرَهُ أَنَّ أُمَّ سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّهَا، قَرَّبَتْ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم جَنْبًا مَشْوِيًّا فَأَكَلَ مِنْهُ ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ وَمَا تَوَضَّأَ . قَالَ وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ وَالْمُغِيرَةِ وَأَبِي رَافِعٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
