আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ১৮১৮
আন্তর্জাতিক নং: ১৮১৮
মুমিন তো খায় এক আতে।
১৮২৫। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) ......... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, কাফির খায় সাত আতে আর মু’মিন খায় এক আতে।[১]
ইবনে মাজাহ ৩২৫৭, নাসাই
এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবু হুরায়রা, আবু সাঈদ, আবু বাসরা, আবু মুসা, জাহজাহ আল-গিফারী, মায়মুনা এবং আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
[১] অর্থাৎ সাধারণত কাফিররা বেশী খায়, এবং মু‘মিনরা কম খায়।
ইবনে মাজাহ ৩২৫৭, নাসাই
এই হাদীসটি হাসান-সহীহ। এই বিষয়ে আবু হুরায়রা, আবু সাঈদ, আবু বাসরা, আবু মুসা, জাহজাহ আল-গিফারী, মায়মুনা এবং আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
[১] অর্থাৎ সাধারণত কাফিররা বেশী খায়, এবং মু‘মিনরা কম খায়।
باب مَا جَاءَ أَنَّ الْمُؤْمِنَ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ وَالْكَافِرَ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَافِرُ يَأْكُلُ فِي سَبْعَةِ أَمْعَاءٍ وَالْمُؤْمِنُ يَأْكُلُ فِي مِعًى وَاحِدٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَأَبِي سَعِيدٍ وَأَبِي بَصْرَةَ الْغِفَارِيِّ وَأَبِي مُوسَى وَجَهْجَاهٍ الْغِفَارِيِّ وَمَيْمُونَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو .
