আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২৫. খাদ্য ও পানাহার সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ১৮১৭
আন্তর্জাতিক নং: ১৮১৭
কুষ্ঠ রোগীর সাথে আহার করা।
১৮২৪। আহমাদ ইবনে সাঈদ আশকার এবং ইবরাহীম ইবনে ইয়াকুব (রাহঃ) ......... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) একবার জনৈক কুষ্ঠ রোগীর হাত ধরলেন তাঁর নিজের সঙ্গে তাঁর হাত (খাদ্যের) পেয়ালায় ঢুকিয়ে দিলেন। পরে বললেন, আল্লাহর নামে, আল্লাহরই উপর আস্থা রেখে তাঁরই উপর ভরসা করে আহার কর।

ইবনে মাজাহ ৩৫৪২

এ হাদীসটি গারীব। ইউনুস ইবনে মুহাম্মাদ মুফাযযাল ইবনে ফাযালা-এর সূত্র ছাড়া এটি সম্পর্কে আমরা কিছু জানিনা। মুফাযযাল ইবনে ফাযালা হলেন বসরার জনৈক শায়ক। অপর একজন মুফাযযাল ইবনে ফাযালা আছেন। তিনি হলেন মিশরী শায়খ এবং যিনি বসরী শায়খের তুলনায় অধিকতর নির্ভরযোগ্য ও প্রসিদ্ধ। শু‘বা (রাহঃ) এ হাদীসটি হাবীব ইবনে শাহীদ ইবনে বুরায়দা (রাহঃ)-এর সূত্রে বর্ণনা করেন যে, উমর (রাযিঃ) জনৈক কুষ্ঠ রোগীর হাত ধরলেন। শু‘বা (রাহঃ)-এর রিওয়ায়াতটিই আমার মতে অধিকতর গ্রহণযোগ্য ও সহীহ।
باب مَا جَاءَ فِي الأَكْلِ مَعَ الْمَجْذُومِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ سَعِيدٍ الأَشْقَرُ، وَإِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالاَ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا الْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَخَذَ بِيَدِ مَجْذُومٍ فَأَدْخَلَهُ مَعَهُ فِي الْقَصْعَةِ ثُمَّ قَالَ " كُلْ بِسْمِ اللَّهِ ثِقَةً بِاللَّهِ وَتَوَكُّلاً عَلَيْهِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ يُونُسَ بْنِ مُحَمَّدٍ عَنِ الْمُفَضَّلِ بْنِ فَضَالَةَ . وَالْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ هَذَا شَيْخٌ بَصْرِيٌّ وَالْمُفَضَّلُ بْنُ فَضَالَةَ شَيْخٌ آخَرُ مِصْرِيٌّ أَوْثَقُ مِنْ هَذَا وَأَشْهَرُ . وَقَدْ رَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ عَنِ ابْنِ بُرَيْدَةَ أَنَّ ابْنَ عُمَرَ أَخَذَ بِيَدِ مَجْذُومٍ وَحَدِيثُ شُعْبَةَ أَثْبَتُ عِنْدِي وَأَصَحُّ .
জামে' তিরমিযী - হাদীস নং ১৮১৭ | মুসলিম বাংলা