আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২২. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের ফযীলত
হাদীস নং: ১৬২২
আন্তর্জাতিক নং: ১৬২২
নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের ফযীলত
আল্লাহর পথে রোযা পালনের ফযীলত।
১৬২৮। কুতায়বা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন রোযা পালন করবে আল্লাহ তাআলা তার থেকে জাহান্নাম-কে সত্তর বছর দূরে সরিয়ে দিবেন। এক বর্ণনায় সত্তর আরেক বর্ণনায় চল্লিশ বছরের উল্লেখ আছে।
আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি এই সূত্রে গারীব। রাবী আবুল আসওয়াদ (রাহঃ) এর নাম হল মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান ইবনে নাওফিল আসাদী আল-মাদানী। এই বিষয়ে আবু সাঈদ, আনাস, উকবা ইবনে আমির ও আবু উসামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
আবু হুরায়রা (রাযিঃ) বর্ণিত হাদীসটি এই সূত্রে গারীব। রাবী আবুল আসওয়াদ (রাহঃ) এর নাম হল মুহাম্মাদ ইবনে আব্দুর রহমান ইবনে নাওফিল আসাদী আল-মাদানী। এই বিষয়ে আবু সাঈদ, আনাস, উকবা ইবনে আমির ও আবু উসামা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
أبواب فضائل الجهاد عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّوْمِ فِي سَبِيلِ اللَّهِ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، وَسُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ زَحْزَحَهُ اللَّهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا " . أَحَدُهُمَا يَقُولُ سَبْعِينَ وَالآخَرُ يَقُولُ أَرْبَعِينَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَأَبُو الأَسْوَدِ اسْمُهُ مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ نَوْفَلٍ الأَسَدِيُّ الْمَدَنِيُّ . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ أَبِي سَعِيدٍ وَأَنَسٍ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَبِي أُمَامَةَ .