আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
২২. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের ফযীলত
হাদীস নং: ১৬২১
আন্তর্জাতিক নং: ১৬২১
কেউ যদি যুদ্ধে পাহারা দানরত অবস্থায় মারা যায়।
১৬২৭। আহমাদ ইবনে মুহাম্মাদ (রাহঃ) ......... ফাযালা ইবনে উবাইদ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক মৃত ব্যক্তির মৃত্যুর সাথে তার আমলের পরিসমাপ্তি হয়। কিন্তু যে ব্যক্তি আল্লাহর পথে পাহারা দানরত অবস্থায় মারা যায় আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার আমল বৃদ্ধি করতে থাকেন এবং তাকে কবরের ফিতনা থেকে নিরাপদে রাখবেন। (তিনি আরো বলেন) রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছি যে, প্রকৃত মুজাহিদ হলো সেই, যে স্বীয় নফসের বিরুদ্ধে জিহাদ করে।
আবু দাউদ ১২৫৮
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে উকবা ইবনে আমির ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ফাযালা ইবনে উবাইদ (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
আবু দাউদ ১২৫৮
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই বিষয়ে উকবা ইবনে আমির ও জাবির (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। ফাযালা ইবনে উবাইদ (রাযিঃ) বর্ণিত এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي فَضْلِ مَنْ مَاتَ مُرَابِطًا
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ الْخَوْلاَنِيُّ، أَنَّ عَمْرَو بْنَ مَالِكٍ الْجَنْبِيَّ، أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " كُلُّ مَيِّتٍ يُخْتَمُ عَلَى عَمَلِهِ إِلاَّ الَّذِي مَاتَ مُرَابِطًا فِي سَبِيلِ اللَّهِ فَإِنَّهُ يُنْمَى لَهُ عَمَلُهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَيَأْمَنُ مِنْ فِتْنَةِ الْقَبْرِ " . وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ وَجَابِرٍ . وَحَدِيثُ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .


বর্ণনাকারী: