আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

২১. নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের বিধানাবলী

হাদীস নং: ১৫৭২
আন্তর্জাতিক নং: ১৫৭২
নবীজী ﷺ থেকে বর্ণিত জিহাদের বিধানাবলী
গনিমত সম্পদ আত্মসাৎ করা।
১৫৭৮। কুতায়বা (রাহঃ) ......... ছাওবান (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কেউ যদি অহংকার, গনিমত সম্পদ আত্মসাত ও ঋণ থেকে মুক্ত হয়ে মারা যায় তবে সে জান্নাতে প্রবেশ করবে। ইবনে মাজাহ ২৪১২

এই বিষয়ে আবু হুরায়রা ও যায়দ ইবনে খালিদ জুহানী (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে।
أبواب السير عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ فِي الْغُلُولِ
حَدَّثَنِي أَبُو رَجَاءٍ، قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ ثَوْبَانَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ " مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلاَثٍ الْكِبْرِ وَالْغُلُولِ وَالدَّيْنِ دَخَلَ الْجَنَّةَ " . وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: