আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৮- নবীগণের আঃ আলোচনা
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৩৫৬
২০০৮. মহান আল্লাহর বাণীঃ আর আল্লাহ ইবরাহীম (আলাইহিস সালাম)- কে বন্ধুরূপে গ্রহণ করেছেন। (সূরা নিসা ৪: ১২৫)
৩১১৯। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) .... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নবী - ইবরাহীম (আলাইহিস সালাম) সূত্রধরদের অস্ত্র দ্বারা নিজের খাতনা করেছিলেন এবং তখন তাঁর বয়স ছিল আশি বছর।
আব্দুর রহমান ইবনে ইসহাক (রাহঃ) আবু যিনাদ (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় মুগীরা ইবনে আব্দুর রহমান (রাহঃ)- এর অনুসরণ করেছেন। আজলান (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণনায় আরয (রাহঃ)- এর অনুসরণ করেছেন। আর মুহাম্মাদ ইবনে আমর (রাহঃ) আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন।
আব্দুর রহমান ইবনে ইসহাক (রাহঃ) আবু যিনাদ (রাহঃ) থেকে হাদীস বর্ণনায় মুগীরা ইবনে আব্দুর রহমান (রাহঃ)- এর অনুসরণ করেছেন। আজলান (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) থেকে হাদীস বর্ণনায় আরয (রাহঃ)- এর অনুসরণ করেছেন। আর মুহাম্মাদ ইবনে আমর (রাহঃ) আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেছেন।
