আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৮- নবীগণের আঃ আলোচনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৩৫৫
২০০৮. মহান আল্লাহর বাণীঃ আর আল্লাহ ইবরাহীম (আলাইহিস সালাম)- কে বন্ধুরূপে গ্রহণ করেছেন। (সূরা নিসা ৪: ১২৫)
৩১১৮। বায়ান ইবনে আমর (রাহঃ) .... আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, লোকজন তাঁর সামনে দাজ্জালের কথা উল্লেখ করেছেন। তাঁর (দাজ্জালের) দু’ চোখের মাঝখানে অর্থাৎ কপালে লেখা থাকবে কাফির বা কাফ, ফা, রা। ইবনে আব্বাস (রাযিঃ) বলেন, এটা নবী (ﷺ)- এর কাছে শুনেনি। বরং তিনি বলেছেন, যদি তোমরা ইবরাহীম (আলাইহিস সালাম)- কে দেখতে চাও তবে তোমাদের সাথীর (আমার) দিকে তকাও, আর মুসা (আলাইহিস সালাম) তিনি হলেন কুকড়ানো চুল, তামাটে রং-এর দেহ বিশিষ্ট। তিনি এমন একটি লাল উটের উপর উপবিষ্ট, যার নাকের রশি হবে খেজুর গাছের ছালের তৈরী। আমি যেন তাকে দেখতে পাচ্ছি, তিনি আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে উপত্যকায় অবতরণ করছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন