আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১৪. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
হাদীস নং: ১২৮১
আন্তর্জাতিক নং: ১২৮১
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
১২৮৪. আবু কুরায়ব (রাহঃ) ...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে তিনি বলেন, কুকুর বিক্রয় মূল্য নিষেধ করা হয়েছে। তবে শিকারী কুকুরের মূল্য নিষিদ্ধ নয়।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি এ সূত্রে সহীহ নয়। রাবী আবুল মুহাযযিম-এর নাম হল ইয়াযীদ ইবনে সুফিয়ান। হাদীসবিদ শু’বা ইবনুল হাজ্জাজ (রাহঃ) তার সমালোচনায় কথা বলেছেন। জাবির (রাযিঃ) নবী (ﷺ) সূত্রেও অনুরূপ বর্ণিত আছে। এটির সনদও সহীহ নয়।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, হাদীসটি এ সূত্রে সহীহ নয়। রাবী আবুল মুহাযযিম-এর নাম হল ইয়াযীদ ইবনে সুফিয়ান। হাদীসবিদ শু’বা ইবনুল হাজ্জাজ (রাহঃ) তার সমালোচনায় কথা বলেছেন। জাবির (রাযিঃ) নবী (ﷺ) সূত্রেও অনুরূপ বর্ণিত আছে। এটির সনদও সহীহ নয়।
باب
أَخْبَرَنَا أَبُو كُرَيْبٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الْمُهَزِّمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ، إِلاَّ كَلْبَ الصَّيْدِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ لاَ يَصِحُّ مِنْ هَذَا الْوَجْهِ . وَأَبُو الْمُهَزِّمِ اسْمُهُ يَزِيدُ بْنُ سُفْيَانَ وَتَكَلَّمَ فِيهِ شُعْبَةُ بْنُ الْحَجَّاجِ وَضَعَّفَهُ . وَقَدْ رُوِيَ عَنْ جَابِرٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوُ هَذَا وَلاَ يَصِحُّ إِسْنَادُهُ أَيْضًا .
