আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১৪. ক্রয়-বিক্রয় ও ব্যাবসা-বাণিজ্যের অধ্যায়
হাদীস নং: ১২৮০
আন্তর্জাতিক নং: ১২৮০
কুকুর ও বিড়াল বিক্রয় মূল্য মাকরূহ।
১২৮৩. ইয়াহয়া ইবনে মুসা (রাহঃ) ...... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিড়াল আহার করা ও এর মূল্য ভোগ করা নিষেধ করেছেন। - ইবনে মাজাহ
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এ হাদীসটি হাসান-গারীব। আব্দুর রাযযাক ছাড়া উমর ইবনে যায়দ থেকে বড় কেউ কিছু রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এ হাদীসটি হাসান-গারীব। আব্দুর রাযযাক ছাড়া উমর ইবনে যায়দ থেকে বড় কেউ কিছু রিওয়ায়াত করেছেন বলে আমাদের জানা নেই।
باب مَا جَاءَ فِي كَرَاهِيَةِ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا عُمَرُ بْنُ زَيْدٍ الصَّنْعَانِيُّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الْهِرِّ وَثَمَنِهِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَعُمَرُ بْنُ زَيْدٍ لاَ نَعْرِفُ كَبِيرَ أَحَدٍ رَوَى عَنْهُ غَيْرَ عَبْدِ الرَّزَّاقِ .
