আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৯. হজ্ব - উমরার অধ্যায়

হাদীস নং: ৯৪০
আন্তর্জাতিক নং: ৯৪০
হজ্জের ইহরাম বাঁধার পর যদি কোন ব্যক্তির কোন অঙ্গ ভেঙ্গে যায় বা সে লেংড়া হয়ে যায় ।
৯৪২. ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ...... ইকরিমা (রাহঃ) বলেন, হাজ্জাজ ইবনে আমর (রাযিঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূল (ﷺ) বলেছেন যে, (ইহরামের পর) কারো যদি কোন অঙ্গ ভেঙ্গে যায় বা সে লেংড়া হয়ে যায় তবে সে হালাল হয়ে যাবে এবং তাকে আরেকবার হজ্জ আদায় করতে হবে। ইকরিমা বলেন, আমি আবু হুরায়রা ও ইবনে আব্বাস (রাযিঃ) কে এই হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেনঃ হাজ্জাজ সত্য বলেছেন। - ইবনে মাজাহ

ইসহাক ইবনে মনসুর (রাহঃ) ...... হাজ্জাজ (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণিত আছে। এতে হাজ্জাজ (রাযিঃ) বলেন, আমি নবী (ﷺ) - কে বলতে শুনেছি। আবু ঈসা (রাহঃ) বলেন,এই হাদীসটি হাসান। একাধিক রাবী হাজ্জাজ আস- সাওওয়াফ (রাহঃ) থেকেও এই হাদীসটি অনুরূপ রিওয়ায়াত করেছেন। মা’মার ও মুআবিয়া ইবনে সাল্লাম (রাহঃ) এই হাদীসটি ইয়াহয়া ইবনে আবী কাছীর ইকরিমা আব্দুল্লাহ ইবনে রাফি হাজ্জাজ ইবনে আমর সূত্রে সবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন। কিন্তু হাজ্জাজ আস্-সাওওয়াফ তাঁর সনদে আব্দুল্লাহ ইবনে রাফি‘ (রাহঃ)-এর উল্লেখ করেননি। যা হোক হাজ্জাজ (রাহঃ) হাদীস বিশেজ্ঞগণের মতে একজন হাফিজ, ছিকা ও আস্থাভাজন বিশ্বস্ত রাবী। আমি মুহাম্মাদ আল-বুখারী (রাহঃ)-কে বলতে শুনেছি যে, এই হাদীসটির ক্ষেত্রে মা‘মার ও মুআবিয়া ইবনে সাল্লাম (রাহঃ)-এর রিওয়ায়াতটি হলো অধিক সহীহ্। আব্দ ইবনে হুমাইদ (রাহঃ) হাজ্জাজ ইবনে আমর (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত আছে।
باب مَا جَاءَ فِي الَّذِي يُهِلُّ بِالْحَجِّ فَيُكْسَرُ أَوْ يَعْرُجُ
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا حَجَّاجٌ الصَّوَّافُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ حَدَّثَنِي الْحَجَّاجُ بْنُ عَمْرٍو، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَنْ كُسِرَ أَوْ عَرِجَ فَقَدْ حَلَّ وَعَلَيْهِ حَجَّةٌ أُخْرَى " . فَذَكَرْتُ ذَلِكَ لأَبِي هُرَيْرَةَ وَابْنِ عَبَّاسٍ فَقَالاَ صَدَقَ .
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، عَنِ الْحَجَّاجِ، مِثْلَهُ . قَالَ وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهُ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . هَكَذَا رَوَاهُ غَيْرُ وَاحِدٍ عَنِ الْحَجَّاجِ الصَّوَّافِ نَحْوَ هَذَا الْحَدِيثِ . وَرَوَى مَعْمَرٌ وَمُعَاوِيَةُ بْنُ سَلاَّمٍ هَذَا الْحَدِيثَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عِكْرِمَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ عَنِ الْحَجَّاجِ بْنِ عَمْرٍو عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا الْحَدِيثَ . وَحَجَّاجٌ الصَّوَّافُ لَمْ يَذْكُرْ فِي حَدِيثِهِ عَبْدَ اللَّهِ بْنَ رَافِعٍ . وَحَجَّاجٌ ثِقَةٌ حَافِظٌ عِنْدَ أَهْلِ الْحَدِيثِ . وَسَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ رِوَايَةُ مَعْمَرٍ وَمُعَاوِيَةَ بْنِ سَلاَّمٍ أَصَحُّ .
حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ رَافِعٍ، عَنِ الْحَجَّاجِ بْنِ عَمْرٍو، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৯৪০ | মুসলিম বাংলা