আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৯. হজ্ব - উমরার অধ্যায়
হাদীস নং: ৮৪৫
আন্তর্জাতিক নং: ৮৪৫
শিরোনামবিহীন পরিচ্ছেদ।
৮৪৭. ইসহাক ইবনে মানসুর (রাহঃ) .... মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল (ﷺ) তাকে (উম্মতুল মুমিনিন মায়মুনা (রাযিঃ) কে) যখন বিবাহ করেন তখন তিনি হালাল ছিলেন এবং তার সঙ্গে যখন বাসর হয় তখনও তিনি হালাল অবস্থায় ছিলেন। পরবর্তীকালে মায়মুনা (রাযিঃ) সারিফেই মারা যান এবং যে ঝুপড়িতে রাসূল (ﷺ) এর সঙ্গে তার বাসর হয় সেখানে তাকে দাফন করা হয়। - ইবনে মাজাহ, মুসলিম
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। একাধিক রাবী ইয়াযীদ ইবনে আসম থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন যে, রাসূল (ﷺ) হালাল অবস্থায় মায়মুনা (রাযিঃ) কে বিবাহ করেন।
ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, এই হাদীসটি গারীব। একাধিক রাবী ইয়াযীদ ইবনে আসম থেকে মুরসালরূপে বর্ণনা করেছেন যে, রাসূল (ﷺ) হালাল অবস্থায় মায়মুনা (রাযিঃ) কে বিবাহ করেন।
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا أَبِي قَالَ، سَمِعْتُ أَبَا فَزَارَةَ، يُحَدِّثُ عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزَوَّجَهَا وَهُوَ حَلاَلٌ وَبَنَى بِهَا حَلاَلاً وَمَاتَتْ بِسَرِفَ وَدَفَنَّاهَا فِي الظُّلَّةِ الَّتِي بَنَى بِهَا فِيهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ . وَرَوَى غَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ يَزِيدَ بْنِ الأَصَمِّ مُرْسَلاً أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزَوَّجَ مَيْمُونَةَ وَهُوَ حَلاَلٌ .
