আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৭- সৃষ্টি জগতের সূচনা

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩২৭২
১৯৯৩. ইবলীস ও তার বাহিনীর বর্ণনা।
৩০৪৪। মুহাম্মাদ (ইবনে সালাম) (রাহঃ) .... ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যখন সূর্যের এক কিনারা উদিত হবে, তখন তা পরিস্কারভাবে উদিত না হওয়া পর্যন্ত তোমরা নামায আদায় করা বন্ধ রাখ। আবার যখন সূর্যের এক কিনারা অস্ত যাবে তখন তা সম্পূর্ণ অস্ত না যাওয়া পর্যন্ত তোমরা নামায আদায় করা বন্ধ রাখ। আর তোমরা সূর্যোদয়ের সময়কে এবং সূর্যাস্তের সময়কে তোমাদের নামাযের জন্য নির্ধারিত করো না। কেননা, তা শয়তানের দু’শিং- এর মাঝখান দিয়ে উদিত হয়। বর্ণনাকারী বলেন, হিশাম (রাহঃ) কি ‘শয়তান’ বলেছেন না ‘আশ-শয়তান’ বলেছেন তা আমি জানি না।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন