আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়

হাদীস নং: ৭৮৪
আন্তর্জাতিক নং: ৭৮৪
রোযা পালনরত ব্যক্তির নিকট পানাহার হলে তার ফযীলত।
৭৮২. আলী ইবনে হুজর (রাহঃ) .... লায়লা সূত্রে তাঁর আযাদকারিনী মহিলা (উম্মু উমরা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিন বলেন, রোযা পালন করছেন এমন ব্যক্তিরা যদি রোযা পালনরত কোন ব্যক্তির কাছে আহার করে তবে ফিরিশতাগণ তাঁর (রোযা পালনরত ব্যক্তির) জন্য দুআ করেন। - ইবনে মাজাহ ১৭৪৮

ইমাম আবু ঈসা (রাহঃ) বলেন, শু’বা এই হাদীসটিকে হাবিব ইবনে যায়দ ......... তৎ পিতামহী উম্মু উমরা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي فَضْلِ الصَّائِمِ إِذَا أُكِلَ عِنْدَهُ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ، عَنْ لَيْلَى، عَنْ مَوْلاَتِهَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الصَّائِمُ إِذَا أَكَلَ عِنْدَهُ الْمَفَاطِيرُ صَلَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ " . قَالَ أَبُو عِيسَى وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ عَنْ لَيْلَى عَنْ جَدَّتِهِ أُمِّ عُمَارَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৭৮৪ | মুসলিম বাংলা