আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৮. নবীজী ﷺ থেকে বর্ণিত রোযার অধ্যায়

হাদীস নং: ৭৮৩
আন্তর্জাতিক নং: ৭৮৩
রমযানের রোযার কাযা পালন ক্ষেত্রে বিলম্ব করা।
৭৮১. কুতায়বা (রাহঃ) ..... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এমন কি রাসূলুল্লাহ (ﷺ) এর ইন্‌তিকাল পর্যন্ত রমযানের যে সব রোযা আমার কাযা হত (হায়যের কারণে) সেগুলো শা'বান ছাড়া আদায় করতে পারতাম না। - বুখারি, মুসলিম

ইমাম আবু ঈসা (রাযিঃ) বলেন, এই হাদীস হাসান-সহীহ্। ইয়াহয়া ইবনে সাঈদ আনসারী (রাহঃ) হাদীসটিকে আবু সালামা-আয়িশা (রাযিঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন।
باب مَا جَاءَ فِي تَأْخِيرِ قَضَاءِ رَمَضَانَ
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ إِسْمَاعِيلَ السُّدِّيِّ، عَنْ عَبْدِ اللَّهِ الْبَهِيِّ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا كُنْتُ أَقْضِي مَا يَكُونُ عَلَىَّ مِنْ رَمَضَانَ إِلاَّ فِي شَعْبَانَ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . قَالَ وَقَدْ رَوَى يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ عَائِشَةَ نَحْوَ هَذَا .
জামে' তিরমিযী - হাদীস নং ৭৮৩ | মুসলিম বাংলা