আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৬. সফর-মুসাফিরের অধ্যায়

হাদীস নং: ৫৪৫
আন্তর্জাতিক নং: ৫৪৫
সফরকালে কসর করা।
৫৪৫. আহমদ ইবনে মানী (রাহঃ) ..... আবু নযরা (রাহঃ) থেকে বর্ণিত আছে যে, একবার ইমরান ইবনে হুসাইন (রাযিঃ) কে মুসাফিরের নামায সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি তখন বললেনঃ আমি রাসূল (ﷺ)-এর সঙ্গে হজ্জ করেছি, তিনি দু’রাকআত নামায আদায় করেছেন। আবু বকর (রাযিঃ)-এর সঙ্গেও হজ্জ করেছি, তিনিও দু’রাকআত করে নামায আদায় করেছেন। উমর (রাযিঃ)-এর সঙ্গেও হজ্জ করেছি তিনিও দু’রাকআত করে নামায আদায় করেছেন। উসমান (রাযিঃ)-এর সঙ্গে ও তাঁর খিলাফতের ছয় বছর (বর্ণনান্তরে আট বছর) হজ্জ করেছি, তিনিও দু’রাকআত করে নামায আদায় করেছেন।

ইমাম আবু ঈসা তিরমিযী (রাহঃ) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ।
باب مَا جَاءَ فِي التَّقْصِيرِ فِي السَّفَرِ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ الْقُرَشِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ سُئِلَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ عَنْ صَلاَةِ الْمُسَافِرِ، فَقَالَ حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى رَكْعَتَيْنِ وَحَجَجْتُ مَعَ أَبِي بَكْرٍ فَصَلَّى رَكْعَتَيْنِ وَمَعَ عُمَرَ فَصَلَّى رَكْعَتَيْنِ وَمَعَ عُثْمَانَ سِتَّ سِنِينَ مِنْ خِلاَفَتِهِ أَوْ ثَمَانِيَ سِنِينَ فَصَلَّى رَكْعَتَيْنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৫৪৫ | মুসলিম বাংলা