আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫- হায়েয-ইস্তিহাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩০৩
২০৭। হায়য অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা
২৯৭। আবু নু’মান (রাহঃ) .... মায়মুনা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কোন স্ত্রীর সাথে হায়য অবস্থায় মিলামিশা করতে চাইলে তাকে ইযার পরতে বলতেন।
শায়বানী (রাহঃ) থেকে সুফিয়ান (রাহঃ) এ বর্ণনা করেছেন।
শায়বানী (রাহঃ) থেকে সুফিয়ান (রাহঃ) এ বর্ণনা করেছেন।
