আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫- হায়েয-ইস্তিহাযার অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩০২
২০৭। হায়য অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করা
২৯৬। ইসমাঈল ইবনে খলীল (রাহঃ) .... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমাদের কেউ হায়য অবস্থায় থাকলে রাসূলুল্লাহ (ﷺ) তাঁর সাথে মিশামিশি করতে চাইলে তাকে হায়যের ইযার পরার নির্দেশ দিতেন। তারপর তার সাথে মিশামিশি করতেন। তিনি [আয়িশা (রাযিঃ)] বলেনঃ তোমাদের মধ্যে নবী (ﷺ) এর মত কাম-প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কে?
খালিদ ও জারীর (রাহঃ) আশ-শায়বানী (রাহঃ) থেকে এই হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
খালিদ ও জারীর (রাহঃ) আশ-শায়বানী (রাহঃ) থেকে এই হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।
