আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়

হাদীস নং: ৪৫
আন্তর্জাতিক নং: ৪৫
একবার করে, দুইবার করে ও তিনবার করে ধুয়ে উযু করা।
৪৫. ইসমাঈল ইবনে মুসা আল-ফাযারী (রাহঃ) ..... ছাবিত ইবনে সাফিয়্যা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, আমি আবু জা‘ফারকে বললাম, নবী (ﷺ) একবার করে ধুয়ে, দুইবার করে ধুয়ে এবং তিনবার করে ধুয়েও উযু করেছেন বলে জাবের (রাযিঃ) কি আপনাকে হাদীস শুনিয়েছেন? তিনি বললেন হ্যাঁ।
باب مَا جَاءَ فِي الْوُضُوءِ مَرَّةً وَمَرَّتَيْنِ وَثَلاَثًا
حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ مُوسَى الْفَزَارِيُّ، حَدَّثَنَا شَرِيكٌ، عَنْ ثَابِتِ بْنِ أَبِي صَفِيَّةَ، قَالَ قُلْتُ لأَبِي جَعْفَرٍ حَدَّثَكَ جَابِرٌ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَوَضَّأَ مَرَّةً مَرَّةً وَمَرَّتَيْنِ مَرَّتَيْنِ وَثَلاَثًا ثَلاَثًا قَالَ نَعَمْ .
জামে' তিরমিযী - হাদীস নং ৪৫ | মুসলিম বাংলা