কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪২৬৭
আন্তর্জাতিক নং: ৪২৬৭
কবরের অবস্থা ও মুসীবতের বর্ণনা
৪২৬৭। মুহাম্মাদ ইব্ন ইসহাক (রাহঃ)... উসমান (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম হানী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ উসমান ইব্ন আফফান (রাযিঃ) যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, তখন তিনি এমন কাঁদতেন তাঁর দাঁড়ি অশ্রুসিক্ত হয়ে যেতো। তখন তাঁকে বলা হলোঃ আপনি তো জান্নাত ও জাহান্নামের আলোচনা করেন এবং আপনি রোদন করেন না। অথচ আপনি কবর দেখলেই কান্নায় ভেঙ্গে পড়েন, (এর কারণ কি? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ নিশ্চয় কবর আখিরাতের প্রথম মনযিল। কেউ যদি এ থেকে মুক্তি পায়, তাহলে এর পরে যা আছে, তা এর চাইতে সহজ হবে। আর এখান থেকে সে যদি নাজাত না পায়, তাহলে এর পরে যা আছে, তা এর চাইতে আরও কঠিন হবে। রাবী বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমি কবরের চাইতে ভয়াবহতম কোন দৃশ্য কখনো দেখিনি।
بَاب ذِكْرِ الْقَبْرِ وَالْبِلَى
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنِي يَحْيَى بْنُ مَعِينٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَحِيرٍ، عَنْ هَانِئٍ، - مَوْلَى عُثْمَانَ - قَالَ : كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ يَبْكِي حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ فَقِيلَ لَهُ : تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ وَلاَ تَبْكِي وَتَبْكِي مِنْ هَذَا قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ قَالَ : " إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الآخِرَةِ فَإِنْ نَجَا مِنْهُ فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ، فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ " . قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ : " مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلاَّ وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ " .
হাদীসের ব্যাখ্যা:
(ক্রন্দন) এর উদ্দেশ্য হলো, যখন আমি কোন কবরের পাশ দিয়ে যাই, তখন কবর সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এই বাণীগুলো আমার মনে পড়ে, এবং এগুলো আমাকে উদ্বেগ ও বিষণ্ণতায় ভরিয়ে দেয় এবং কাঁদায়।
মা'আরিফুল হাদীস (উর্দু) লেখক - মাওলানা মনযূর নোমানী (রহ:)


বর্ণনাকারী: