আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩১৭০
১৯৬৮. চুক্তি ভঙ্গকারীর বিরুদ্ধে ইমামের দু‘আ
২৯৪৬। আবু নু‘মান (রাহঃ) .... আসিম (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস (রাযিঃ)- কে কুনুত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, রুকুর আগে। আমি বললাম, অমুক তো বলে যে, আপনি রুকুর পরে বলেছেন। তিনি বললেন, সে মিথ্যা বলেছে। তারপর তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) এক মাস পর্যন্ত রুকুর পরে কুনূত পড়েন। তিনি বনু সুলাইম গোত্রসমূহের বিরুদ্ধে দু‘আ করেছিলেন। আনাস (রাযিঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) চল্লিশজন কিংবা সত্তরজন ক্বারী কয়েকজন মুশরিকের নিকট পাঠালেন। তখন বনু সুলাইমের লোকেরা তাদের আক্রমণ করে তাদের হত্যা করে। অথচ তাদের এবং রাসূলুল্লাহ (ﷺ)- এর মধ্যে সন্ধি ছিল। আনাস (রাযিঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ)- কে এ ক্বারীদের জন্য যতখানি ব্যথিত হতে দেখেছি আর কারো জন্য এতখানি ব্যথিত হতে দেখেনি।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন