কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৫. যুহদ-দুনিয়ার প্রতি অনাসক্তির বর্ণনা
হাদীস নং: ৪১৪৭
আন্তর্জাতিক নং: ৪১৪৭
মুহাম্মাদ এর পরিবার-পরিজনের জীবন-যাপন পদ্ধতি
৪১৪৭। আহামদ ইব্ন মানী' (রাহঃ) ...... আনাস ইবন মালিক (রাযিঃ) বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে কয়েকবার বলতে শুনেছিঃ সেই মহান সত্তার শপথ! যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ ; মুহাম্মাদের পরিবার পরিজনের কাছে সকালবেলা আহার্য দ্রব্য হিসেবে এক সা'! (সাড়ে তিন কেজি) পরিমাণ গম কিংবা খুরমা খেজুর থাকতো না। তখন তাঁর নয়জন বিবি ছিলেন।
بَاب مَعِيشَةِ آلِ مُحَمَّدٍ ﷺ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ مُوسَى، أَنْبَأَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ مِرَارًا " وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ مَا أَصْبَحَ عِنْدَ آلِ مُحَمَّدٍ صَاعُ حَبٍّ وَلاَ صَاعُ تَمْرٍ " . وَإِنَّ لَهُ يَوْمَئِذٍ تِسْعَ نِسْوَةٍ .
