কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৪. ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
হাদীস নং: ৪০৬৭
আন্তর্জাতিক নং: ৪০৬৭
ফিতনাসমূহ ও কিয়ামতপূর্ব আলামতের বর্ণনা
দাব্বাতুল আরদ
৪০৬৭। আবু গাসসান, মুহাম্মাদ ইবন আমর যুনাইজ (রাহঃ)...... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে মক্কার অদূরে একটি জঙ্গলে নিয়ে গেলেন। স্থানটি ছিল শুস্ক এবং এর চারিদিকে ছিল বালু। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এ স্থান থেকে 'দাব্বাতুল আরদ' বের হবে। আমি সেখানে এক বিঘৎ পরিমাণ একটি চিহ্ন দেখতে পেলাম।
ইবন যুরায়দাহ (রাহঃ) বললেনঃ এরপর আমি কয়েক বছর হাজ্জ পালন করি। সে সময় তিনি আমাদের একখানা লাঠি দেখান, আর লাঠিটি ছিল- এরূপ এরূপ ।
ইবন যুরায়দাহ (রাহঃ) বললেনঃ এরপর আমি কয়েক বছর হাজ্জ পালন করি। সে সময় তিনি আমাদের একখানা লাঠি দেখান, আর লাঠিটি ছিল- এরূপ এরূপ ।
كتاب الفتن
بَاب دَابَّةِ الْأَرْضِ
حَدَّثَنَا أَبُو غَسَّانَ مُحَمَّدُ بْنُ عَمْرٍو زُنَيْجٌ حَدَّثَنَا أَبُو تُمَيْلَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ ذَهَبَ بِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى مَوْضِعٍ بِالْبَادِيَةِ قَرِيبٍ مِنْ مَكَّةَ فَإِذَا أَرْضٌ يَابِسَةٌ حَوْلَهَا رَمْلٌ فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم تَخْرُجُ الدَّابَّةُ مِنْ هَذَا الْمَوْضِعِ فَإِذَا فِتْرٌ فِي شِبْرٍ قَالَ ابْنُ بُرَيْدَةَ فَحَجَجْتُ بَعْدَ ذَلِكَ بِسِنِينَ فَأَرَانَا عَصًا لَهُ فَإِذَا هُوَ بِعَصَايَ هَذِهِ هَكَذَا وَهَكَذَا.
বর্ণনাকারী: