কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৩. স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৯২৪
আন্তর্জাতিক নং: ৩৯২৪
স্বপ্নের তা'বীর প্রসঙ্গে
৩৯২৪। মুহাম্মাদ ইব্ন বাশশার (রাহঃ)..... আব্দুল্লাহ ইবন উমার (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) এর স্বপ্ন সম্পর্কে বর্ণিত। তিনি বলেনঃ আমি এক কাল বর্ণের এক মহিলাকে স্বপ্নে দেখলাম। তার চুল ছিল এলোমেলো। সে
মদীনা থেকে বের হয়ে মাহইয়া গিয়ে থামল, যে স্থানকে জুহফা বলা হয়। আমি তার তা'বীর করলাম মদীনার মহামারী পরে যা জুহাফায় স্থানান্তরিত হয়।
মদীনা থেকে বের হয়ে মাহইয়া গিয়ে থামল, যে স্থানকে জুহফা বলা হয়। আমি তার তা'বীর করলাম মদীনার মহামারী পরে যা জুহাফায় স্থানান্তরিত হয়।
بَاب تَعْبِيرِ الرُّؤْيَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، أَخْبَرَنِي ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ، أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ رُؤْيَا النَّبِيِّ، ـ صلى الله عليه وسلم ـ قَالَ " رَأَيْتُ امْرَأَةً سَوْدَاءَ ثَائِرَةَ الرَّأْسِ خَرَجَتْ مِنَ الْمَدِينَةِ حَتَّى قَامَتْ بِالْمَهْيَعَةِ وَهِيَ الْجُحْفَةُ . فَأَوَّلْتُهَا وَبَاءً بِالْمَدِينَةِ فَنُقِلَ إِلَى الْجُحْفَةِ " .
