কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩৩. স্বপ্নের ব্যাখ্যা অধ্যায়
হাদীস নং: ৩৯২৩
আন্তর্জাতিক নং: ৩৯২৩
স্বপ্নের তা'বীর প্রসঙ্গে
৩৯২৩। আবু বাকর (রাহঃ)...... কাবূস (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মুল ফযল (রাযিঃ) বলেনঃ ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আমি আমার ঘরে স্বপ্নে আপনার দেহের অঙ্গ সমূহের একটি অঙ্গ দেখেছি। তিনি বললেনঃ তুমি ভালই দেখেছ। ফাতিমা (রাযিঃ) একটি সন্তান প্রসব করবে এবং তুমি তাকে দুধ পান করাবে। এরপর ফাতিমা (রাযিঃ) হুসায়ন অথবা হাসান (রাযিঃ) কে প্রসব করেন। তিনি তাঁকে দুধ পান করালেন। তিনি বললেনঃ আমি তাঁকে নিয়ে নবী (ﷺ)-এর কাছে গেলাম এবং তাঁকে তাঁর কোলে রাখলাম। তখন সে পেশাব করে দিল আমি তাঁর কাঁধে মৃদু আঘাত করলাম। তখন নবী (ﷺ) বললেনঃ তুমি আমার সন্তানকে কষ্ট দিলে, আল্লাহ তোমার প্রতি রহম করুন।
بَاب تَعْبِيرِ الرُّؤْيَا
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحٍ، عَنْ سِمَاكٍ، عَنْ قَابُوسَ، قَالَ قَالَتْ أُمُّ الْفَضْلِ يَا رَسُولَ اللَّهِ رَأَيْتُ كَأَنَّ فِي بَيْتِي عُضْوًا مِنْ أَعْضَائِكَ قَالَ " خَيْرًا رَأَيْتِ تَلِدُ فَاطِمَةُ غُلاَمًا فَتُرْضِعِيهِ " . فَوَلَدَتْ حُسَيْنًا أَوْ حَسَنًا فَأَرْضَعَتْهُ بِلَبَنِ قُثَمَ قَالَتْ فَجِئْتُ بِهِ إِلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَوَضَعْتُهُ فِي حَجْرِهِ فَبَالَ فَضَرَبْتُ كَتِفَهُ فَقَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " أَوْجَعْتِ ابْنِي رَحِمَكِ اللَّهُ " .


বর্ণনাকারী: