কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩২. দুআর অধ্যায়
হাদীস নং: ৩৮৪৫
আন্তর্জাতিক নং: ৩৮৪৫
দুআর অধ্যায়
সংক্ষিপ্ত ও সর্বাংগীন দু'আ
৩৮৪৫। আবু বাকর (রাহঃ)...... তারিক তাঁর পিতা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি নবী(ﷺ) থেকে শুনেছেন যে, জনৈক ব্যক্তি তাঁর কাছে নিকট এসে বললো ইয়া রাসূলাল্লাহ! কি বলে আমি আমার রবের কাছে প্রর্থনা করবো ? তিনি বলেন : বলবে :اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَارْزُقْنِي। ইয়া আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আমাকে আরোগ্য দান করুন এবং আমকে রিযিক দান করুন। অতঃপর তিনি তাঁর বৃদ্ধাংগুলি ছাড়া বাকি চার আংগুল একত্রিত করে বললেন : এই (চারটি) প্রার্থনা তোমার দীনও দুনিয়াকে একত্রিত করবে।
كتاب الدعاء
بَاب الْجَوَامِعِ مِنْ الدُّعَاءِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا أَبُو مَالِكٍ، سَعْدُ بْنُ طَارِقٍ عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ وَقَدْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ أَقُولُ حِينَ أَسْأَلُ رَبِّي قَالَ " قُلِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَعَافِنِي وَارْزُقْنِي " . وَجَمَعَ أَصَابِعَهُ الأَرْبَعَ إِلاَّ الإِبْهَامَ " فَإِنَّ هَؤُلاَءِ يَجْمَعْنَ لَكَ دِينَكَ وَدُنْيَاكَ " .
বর্ণনাকারী: