কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩২. দুআর অধ্যায়

হাদীস নং: ৩৮৪৪
আন্তর্জাতিক নং: ৩৮৪৪
যা থেকে রাসূলুল্লাহ(ﷺ) পানাহ চেয়েছেন
৩৮৪৪। আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)......উমর (রাযিঃ) থেকে বর্ণিত নবীর ভীরুতা, কার্পণ্যতা, বার্ধ্যক্য, কবরের আযাব ও সীনার ফিনা (পথ ভ্রষ্টতা, হিংসা বিদ্বেষ ইত্যাদি) থেকে (আল্লাহর) পানাহ চাইতেন।
রাবী ওয়াকী (রাহঃ) বলেন : সীনার ফিতনার অর্থ এমন ফিত্না ও গুমরাহীর উপর মৃত্যবরণ করা, যা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়নি।
بَاب مَا تَعَوَّذَ مِنْهُ رَسُولُ اللهِ ﷺ
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عُمَرَ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ كَانَ يَتَعَوَّذُ مِنَ الْجُبْنِ وَالْبُخْلِ وَأَرْذَلِ الْعُمُرِ وَعَذَابِ الْقَبْرِ وَفِتْنَةِ الصَّدْرِ ‏.‏ قَالَ وَكِيعٌ يَعْنِي الرَّجُلَ يَمُوتُ عَلَى فِتْنَةٍ لاَ يَسْتَغْفِرُ اللَّهَ مِنْهَا ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান