কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৭৯৭
আন্তর্জাতিক নং: ৩৭৯৭
আদব - শিষ্টাচারের অধ্যায়
’’লা ইলাহা ইল্লাল্লাহ ’’ এর ফযীলাত
৩৭৯৭। ইবরাহীম ইব্ন মুনযির হিযামী (রাহঃ)...... উম্মে হানী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ "লা ইলাহা ইল্লাল্লাহ" কে কোন আমল অতিক্রম করতে পারে না। আর কোন গুনাহকে তা মোচন না করে ছাড়ে না।
كتاب الأدب
بَاب فَضْلِ لَا إِلَهَ إِلَّا اللهُ
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ مَنْظُورٍ، حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُقْبَةَ، عَنْ أُمِّ هَانِئٍ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ لاَ يَسْبِقُهَا عَمَلٌ وَلاَ تَتْرُكُ ذَنْبًا " .
বর্ণনাকারী: