কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩১. আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৩৭২৯
আন্তর্জাতিক নং: ৩৭২৯
অপছন্দনীয় নাম
৩৭২৯। নাস্র ইব্ন আলী (রাযিঃ)....... উমার ইবন খাত্তাব (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ ইনশা আল্লাহ্ আমি যদি বেঁচে থাকি, তাহলে রাবাহ, নাজীহ, আফলাহ, নাফি ও ইয়াসার নাম রাখতে নিষেধ করবো।
بَاب مَا يُكْرَهُ مِنْ الْأَسْمَاءِ
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لَئِنْ عِشْتُ إِنْ شَاءَ اللَّهُ لأَنْهَيَنَّ أَنْ يُسَمَّى رَبَاحٌ وَنَجِيحٌ وَأَفْلَحُ وَنَافِعٌ وَيَسَارٌ " .
