কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়

হাদীস নং: ৩৫৯৪
আন্তর্জাতিক নং: ৩৫৯৪
চিহ্ন রূপে (রেশমী) কাপড়ের টুকরা লাগানোর অনুমতি
৩৫৯৪। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আসমা (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম আবু উমার (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবন উমরকে দেখতে পেলাম, তিনি রেশমী বস্ত্রের প্রান্ত যুক্তি একটি পাগড়ী খরিদ করলেন, অতঃপর কাঁচি আনিয়ে তা কেটে ফেললেন, আমি আসমার কাছে গিয়ে বিষয়টি তাঁকে বললাম। তিনি বললেনঃ হে বান্দী! আব্দুল্লাহর জন্য আশ্চর্য! রাসূলুল্লাহ (ﷺ) এর জুববাটা নিয়ে এসো। সে জুব্বাটি আনলো। দেখি; দুই আস্তিন কল্লি ও গলায় রেশমের ফিতা লাগানো আছে।
بَاب الرُّخْصَةِ فِي الْعَلَمِ فِي الثَّوْبِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ مُغِيرَةَ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي عُمَرَ، مَوْلَى أَسْمَاءَ قَالَ رَأَيْتُ ابْنَ عُمَرَ اشْتَرَى عِمَامَةً لَهَا عَلَمٌ فَدَعَا بِالْجَلَمَيْنِ فَقَصَّهُ فَدَخَلْتُ عَلَى أَسْمَاءَ فَذَكَرْتُ ذَلِكَ لَهَا فَقَالَتْ بُؤْسًا لِعَبْدِ اللَّهِ يَا جَارِيَةُ هَاتِي جُبَّةَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏.‏ فَجَاءَتْ بِجُبَّةٍ مَكْفُوفَةِ الْكُمَّيْنِ وَالْجَيْبِ وَالْفَرْجَيْنِ بِالدِّيبَاجِ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৫৯৪ | মুসলিম বাংলা