কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩০. পোশাক-পরিচ্ছদের অধ্যায়

হাদীস নং: ৩৫৯৩
আন্তর্জাতিক নং: ৩৫৯৩
চিহ্ন রূপে (রেশমী) কাপড়ের টুকরা লাগানোর অনুমতি
৩৫৯৩। আবু বাকর ইব্‌ন আবু শায়বা (রাহঃ)- উমর (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রেশমী ও রেশম মিশ্রিত বস্ত্র আংগুল এরপর দ্বিতীয়টি এরপর তৃতীয়টি এরপর চতুর্থটি দিয়ে ইশারা করলেন। এবং বললেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদেরকে (এর অধিক) থেকে নিষেধ করতেন।
بَاب الرُّخْصَةِ فِي الْعَلَمِ فِي الثَّوْبِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ عَاصِمٍ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ عُمَرَ، أَنَّهُ كَانَ يَنْهَى عَنِ الْحَرِيرِ، وَالدِّيبَاجِ، إِلاَّ مَا كَانَ هَكَذَا ثُمَّ أَشَارَ بِإِصْبَعِهِ ثُمَّ الثَّانِيَةِ ثُمَّ الثَّالِثَةِ ثُمَّ الرَّابِعَةِ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَنْهَانَا عَنْهُ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৫৯৩ | মুসলিম বাংলা