কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২৯. রোগব্যধি ও চিকিৎসা অধ্যায়

হাদীস নং: ৩৫৪৯
আন্তর্জাতিক নং: ৩৫৪৯
ভীতিও নিদ্রাহীনতা থেকে নিষ্কৃতি লাভের দু'আ
৩৫৪৯। হারুন ইব্‌ন হাইয়ান (রাহঃ) ….. আবু লায়লা (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি নবী (ﷺ) -এর নিকট বসাছিলাম, এমন সময় এক বেদুঈন তাঁর কাছে এসে বললোঃ আমার এক ভাই অসুস্থ। তিনি জিজ্ঞাসা করলেনঃ তোমার ভাইয়ের কি অসুখ? সে বললোঃ: জ্বিনের আছর। তিনি বললেনঃ তুমি যাও এবং তাকে আমার কাছে নিয়ে এসো। আবু লায়লা বলেনঃ সে গিয়ে তার ভাইকে নিয়ে আসলো। তিনি তাকে নিজের সামনে বসালেন, আমি শুনতে পেলাম তিনি সূরা ফাতিহা, সূরা বাকারার প্রথম চার আয়াত, শেষে দুই আয়াত অর্থাৎ وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ , আয়াতটি এবং আয়াতুল কুরসী এবং বাকারার শেষতিন আয়াত, এবং আলে ইমরানের একটি আয়াত, আমার মনে হয় তিনি شَهِدَ اللَّهُ أَنَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ পড়েছিলেন এবং আল-আরাফের এক আয়াত إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ এবং الْمُؤْمِنِينَ এর এক আয়াত وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلهًا آخَرَ لاَ بُرْهَانَ لَهُ بِهِ। এবং সূরা জিন এর এক আয়ত وَأَنَّهُ تَعَالَى جَدُّ رِبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلاَ وَلَدًا এবং সুরা ضفات এর শুরু থেকে দশ আয়াত এবং সূরা হাশরের শেষতিন আয়াত এবং قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ এবং সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাকে দম করলো। তখন বেদুঈন এমন সুস্থ হয়ে দাঁড়ালো যে তাঁর কোন রোগ-ই- নেই ।
بَاب الْفَزَعِ وَالْأَرَقِ وَمَا يُتَعَوَّذُ مِنْهُ
حَدَّثَنَا هَارُونُ بْنُ حَيَّانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَنْبَأَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا أَبُو جَنَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ أَبِيهِ أَبِي لَيْلَى، قَالَ كُنْتُ جَالِسًا عِنْدَ النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ إِذْ جَاءَهُ أَعْرَابِيٌّ فَقَالَ إِنَّ لِي أَخًا وَجِعًا ‏.‏ قَالَ ‏"‏ مَا وَجَعُ أَخِيكَ ‏"‏ ‏.‏ قَالَ بِهِ لَمَمٌ ‏.‏ قَالَ ‏"‏ اذْهَبْ فَأْتِنِي بِهِ ‏"‏ ‏.‏ قَالَ فَذَهَبَ فَجَاءَ بِهِ فَأَجْلَسَهُ بَيْنَ يَدَيْهِ فَسَمِعْتُهُ عَوَّذَهُ بِفَاتِحَةِ الْكِتَابِ وَأَرْبَعِ آيَاتٍ مِنْ أَوَّلِ الْبَقَرَةِ وَآيَتَيْنِ مِنْ وَسَطِهَا وَإِلَهُكُمْ إِلَهٌ وَاحِدٌ وَآيَةِ الْكُرْسِيِّ وَثَلاَثِ آيَاتٍ مِنْ خَاتِمَتِهَا وَآيَةٍ مِنْ آلِ عِمْرَانَ - أَحْسِبُهُ قَالَ ‏(شَهِدَ اللَّهُ أَنَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ)‏ - وَآيَةٍ مِنَ الأَعْرَافِ ‏(إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ)‏ الآيَةَ وَآيَةٍ مِنَ الْمُؤْمِنِينَ ‏(وَمَنْ يَدْعُ مَعَ اللَّهِ إِلهًا آخَرَ لاَ بُرْهَانَ لَهُ بِهِ )‏ وَآيَةٍ مِنَ الْجِنِّ ‏(وَأَنَّهُ تَعَالَى جَدُّ رِبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلاَ وَلَدًا)‏ وَعَشْرِ آيَاتٍ مِنْ أَوَّلِ الصَّافَّاتِ وَثَلاَثِ آيَاتٍ مِنْ آخِرِ الْحَشْرِ وَ ‏(قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ )‏ وَالْمُعَوِّذَتَيْنِ ‏.‏ فَقَامَ الأَعْرَابِيُّ قَدْ بَرَأَ لَيْسَ بِهِ بَأْسٌ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৫৪৯ | মুসলিম বাংলা